ONLINE INCOMMODE
অনলাইনে টাকা ইনকাম করার উপায়
1)ফ্রিল্যান্সার :-অনলাইনে টাকা ইনকাম করার একটি অন্যতম উপায় হল ফ্রিল্যান্সার ওয়েবসাইটগুলি।
19 Best Freelance Websites to
Find Work
1. Fiverr
2. Upwork
3. Toptal
4. Simply Hired
5. PeoplePerHour
6. Crowded
7. Aquent
8. The Creative Group
9. 99Designs
10. Nexxt
11. Writer Access
12. TaskRabbit
13. Skyword
14. Designhill
15. Freelancer
16. Guru
17. Hireable
18. FlexJobs
19. Gister
2) Google:-অনলাইনে টাকা ইনকাম করার সব থেকে বড় ওয়েবসাইটগুলো গুগোল গুগল(google.com) থেকে ঘরে বসে আজকাল কম্পিউটার জানা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যুবক-যুবতীরা প্রচুর টাকা ইনকাম করে থাকে ।
আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান গুগোল (google)একটা বৃহত্তর মাধ্যম হতে পারে গুগলের অনেকগুলো প্রডাক্ট আছে যার থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, যেমন ব্লগিং আপনি যদি লেখালেখি ভালো পারেন এবং কিছুটা কম্পিউটার জ্ঞান থাকে তাহলে এ ব্লগিং থেকে সহজেই প্রচুর টাকা আয় করতে পারবেন দুই নাম্বার ব্লগিং। ব্লগিং করতে গেলে আপনাকে একটি ওয়েবসাইট থাকতে হবে সে ওয়েবসাইট আপনি গুগলেও করতে পারেন ব্লগার থেকে এছাড়া আপনার ডোমেন প্রথমে না কিনলে চলবে পরবর্তীকালে ইনকাম শুরু হলে ডোমেইন কিনে নেবেন । ব্লগার শুরু করতে হলে প্রথমেই google.com এ গিয়ে ব্লগার সার্চ https://www.blogger.com/ সেখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে আপনার পছন্দমত বিষয় অনুযায়ী ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করে নেবেন।
ব্লগ তৈরি হয়ে গেলে, আগেই ইনকাম করা যায় সেটা ভাববেন না ।আগে মাস তিনেক কাজ করুন রোজ সময় করে টপিক বেছে লিখুন। দেখবেন ঠিক ইনকাম আসতে শুরু করেছে । পরবর্তী ব্লগ পোস্ট এ আমি বিস্তারিত আলোচনা করবো ব্লগ নিয়ে ।
ইউটিউব:-(youtube):- আপনি যদি ভিডিও করতে ভালোবাসেন একটি এবং আপনার একটি স্মার্ট ফোন থাকে তা থেকেই শুরু করে দিতে পারেন ইউটিউব। youtube.com এ একটি চ্যানেল খুলে সেখান থেকে আপনার কিছু দক্ষতা দক্ষতা থাকলে সেই দক্ষতার ভিডিও গুলো চ্যানেলে আপলোড করে ইউটিউব এর কিছু শর্ত পালন করলেই কিছুদিনের মধ্যেই আপনি ইউটিউব থেকে ইনকাম পেতে থাকবেন।
ইউটিউব থেকে ইনকামের উৎস হল গুগোল অ্যাডসেন্স এছাড়া কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আপনাকে তাদের প্রোডাক্ট রিভিউর জন্য পাঠাতে পারে সেখান থেকেও আপনি অনেক ইনকাম করতে পারবেন । আপনার নিজস্ব চ্যানেল থাকলে অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন সাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
google এর অন্যতম হলো Google AdMob । এডমোব থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তখনই ,যদি আপনার ইন্টারনেট ও কম্পিউটার সংক্রান্ত কিছু জ্ঞান থাকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে সেখান থেকে এডমোব এর বিজ্ঞাপন লাগিয়ে ইনকাম করতে পারেন ।তার জন্য আপনাকে সব সময় যে ভালো কোডিং(coding) জ্ঞান থাকতে হবে তা নয় কারণ আজকাল অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যাচ্ছে ।
কোডিং ছাড়া অ্যানড্রয়েট সফটওয়ার তৈরী করার 7 টি জনপ্রিয় সাইট গুলি হল ঃ-
1)appy pie
2)buzztouch
3mobile roadie
4)appmakr
5)appsgeyser
6)andromo app maker
7)Thunkable
এই অ্যাপ্লিকেশনগুলি তৈরি করে আপনি Google AdMob একাউন্ট থেকে এড লাগিয়ে প্লে স্টোরে আপলোড করলে সেই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন।
COMMENTS