ওয়েব হোস্টিং কি?জেনে নিন টপ লেভেল 10 টি ফ্রি ডোমেইন হোস্টিং নির্ভরযোগ্য সাইট,free web hosting ,bengalicity,free hosting
হোস্টিং কি বা ওয়েব হোস্টিং কি
1.x10hosting.com
হোস্টিং হলো এমন একটি পরিষেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সবসময়ের জন্য চালু থাকবে। আমাদের কম্পিউটারে যেমন আমরা বিভিন্ন তথ্য স্টোর করে রাখি তেমন ওয়েব সার্ভারে ও তথ্য স্টোর করা থাকে যেমন আপনার ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট থাকে ইমেজ ভিডিও বিভিন্ন ফাইল এগুলো সব সময়ের জন্য লাইভ করার জন্যই হোস্টিং ব্যবহার করা হয় হোস্টিং হলো সাধারণত একটি সার্ভার।
বর্তমানে বিশ্বের বিভিন্ন নামকরা কোম্পানি গুলো হোস্টিং পরিষেবা দিয়ে থাকে কোন কোন কোম্পানি একদম বিনামূল্যে হোস্টিং পরিষেবা দিয়ে থাকে এবং কিছু কোম্পানি মূল্যের বিনিময়ে তাদের হোস্টিং পরিষেবা দেয় আজকে আমরা জানবো এমন দশটি সেরা হোস্টিং কোম্পানির নাম যারা ফ্রিতে আপনার ওয়েবসাইট হোস্ট
করতে দেয়।
10 টি ফ্রী ওয়েব হোস্টিং গুলির তালিকা
আমরা ওয়েব ব্রাউজার এ সার্চ করলে ফ্রী ওয়েব হস্টিং সাইট গুলোর নাম খুঁজে পেতে পারি ।এখানে আপনাদের সুবিধার জন্য আমি দশটি বাছাই করা, সেরা ফ্রী ওয়েব হোস্টিং ওয়েবসাইটের লিস্ট দিলাম।
1.x10hosting.com
এই ওয়েবসাইটটি সম্পূর্ণ আনলিমিটেড ক্লাউড হোস্টিং ফ্রিতে পরিষেবা সরবরাহ
করে ওয়েবসাইটের তথ্য অনুসারে এরা 10 বছর ধরে পরিসেবা দিচ্ছে।
এবার
দেখে নেওয়া যাক এই ওয়েবসাইট থেকে আমরা কি কি সুবিধা বা পরিষেবা শুনতে পাচ্ছি
এই ওয়েবসাইটটিতে আমরা ফ্রি ওয়েব হোস্টিং এর পাশাপাশি ফ্রী সিপ্যানেল হোস্টিং অটো ইন্সটল স্ক্রিপ্ট ফ্রি ওয়েবসাইট বিল্ডার এগুলো পেয়ে থাকি
এছাড়া আমরা যেকোনো সিএমএস ওয়ার্ডপ্রেস সহজে ইন্সটল করে ওয়েবসাইট তৈরি করতে পারাবেন।
এর উল্লেখযোগ্য একটি বিষয় হলো এখানে হান্ডেট পার্সেন্ট পিওর ক্লাউড সার্ভার । অন্যান্য ফ্রি ওয়েবসাইট গুলোর তুলনায় এই হোস্টিং ওয়েব সার্ভারটি ভালো।
আপটাইম 99.9 এছাড়া আনলিমিটেড ভূমির ব্যবহার করা যায় এই ওয়েবসাইটে php5 পয়েন্ট 4 মাইএসকিউএল 5.5 এবং পাইথন 2.6 কিভাবে করা যায় অটোমেটিক ব্যাকআপ স্লাইডার বাইন্ডার সফটওয়্যার
এছাড়া এর উল্লেখযোগ্য বিষয় হল ফ্রি সাইট বিল্ডার।
2.Infinity Free
ইনফিনিটি ফ্রী ওয়েবসাইট আমার তালিকা দ্বিতীয় পছন্দের ফ্রী পরিষেবা ' প্রদান করি হোস্ট প্রোভাইডার।
ওয়েবসাইটে আমরা ফ্রিতে যেগুলো ব্যবহার করতে পারব তাহলে আনলিমিটেড ডিস্ক স্পেস আনলিমিটেড ব্যান্ডউইথ ডোমেইন-হোষ্টিং আনলিমিটেড সাবডোমেইন এফটিপি একাউন্ট ইমেইল একাউন্ট 400টি মাইএসকিউএল
ডাটাবেজ।
ফ্রী এসএস এল সার্টিফিকেট।
ফ্রী ক্লাউডফ্লেয়ার সিডিএন।
ফ্রী ওয়াডপ্রেস
কোন বিজ্ঞাপন জোর করে চাপায় না।
3.free hosting
ফ্রি হোস্টিং ওয়েবসাইটে ওয়েবসাইটে নামই
ফ্রি হোস্টিং
যেসব সুবিধা দিয়ে থাকে তাহলে 10 জিবি ডিস্ক স্পেস আনলিমিটেডের ব্র্যান্ড উইথ ওয়ান এফবি এফটিপি একাউন্ট 1 টি ইমেল পরিষেবা পাওয়া যায় ।1 টি মাইএসকিউএল ডাটাবেজ।সফটাকুলাস ইনসটলার
ওয়েবসাইটটিতে আপনি লাইফ টাইম পর্যন্ত ফ্রি একটি ওয়েবসাইটে হোস্ট করতে পারবেন এবং টু জিবি এসএসডি স্টোরেজ পাবেন ।মান্থলি 30 জিবি ব্যান্ডউইথ পাচ্ছেন ।কন্ট্রোল প্যানেল পাচ্ছেন ।পিএইচপি ম্যাক্স লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন।।
প্রি ইনস্টল ওয়াডপ্রেস পাবেন।
5.byet.host/free.hosting
এই ওয়েবসাইটটি ও ফ্রিতে হোস্টিং প্রোভাইডার থাকে। ফাইভ জিবি ডিস্ক স্পেস ডোমেইন এবং হোস্টিং একটি
হোস্ট করতে পারবেন। এফটিপি একাউন্ট পাচ্ছেন ।আনলিমিটেড ব্রান্ডউইথ পাচ্ছেন ।মাইএসকিউএল ডাটাবেজ পাঁচটি । ইমেইল একাউন্ট 5 টি । সাতটি সাবডোমেইন ও ফ্রিতে এসএসসি সার্টিফিকেট ।এটিও বিজ্ঞাপন ফ্রি ওয়েবসাইট বলে দাবি করে।
6.www.awardspacecom
এই ওয়েবসাইটটি ফ্রিতে বেশকিছু পরিষেবা দেয় এবং এটি সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত ওয়েবসাইট বলে দাবি করে।
এখানে ফাইভ জিবি ব্যান্ডউইথ পাচ্ছেন।
ডিস্ক স্পেস ওয়ান জিবি পাবেন এছাড়া ফ্রিতে সাপোর্ট পাবেন phpmyadmin' পাবেন এছাড়া আপনি চারটি ওয়েবসাইট রান করতে পারবেন এছাড়া আপনি পপুলার সিএমএস গুলো ইন্সটল করতে পারবেন যেমন ওয়াডপ্রেস
7.www.000.webhost.com
এই ওয়েবসাইটটির ফ্রিতে ওয়েব হোস্টিং পরিষেবা দেয়
এখানে আপনি একটি ওয়েবসাইট পোস্ট করতে পারবেন এবং সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন এছাড়া তিনশো এমবির ডিস্ক স্পেস ও ব্যান্ডউইথ 3 জিবি পর্যন্ত পাবেন তবে ওয়েব সাইট থেকে এখানে কোথাও আপনাকে কোন সাপোর্ট দেবে না এবং সিপ্যানেলে প্রোভাইড করে না।
8.wpnode.net
এই ওয়েবসাইটটি ও ফ্রিতে হোস্টিং প্রোভাইডার এবং এটি মূলত ওয়াডপ্রেস বেস হোস্টিং প্রোভাইড করে।
তবে এতে কিছু লিমিটেশন আছে যেমন আপনি এখানে কোন স্ক্রিপ্ট ইন্সটল করতে পারবেন না স্পেস ওয়ান জিবি পাচ্ছেন ।ব্র্যান্ড উইথ একটু বেশি পাবেন10 GB.
তবে email বা ব্যাক আপ এর সুবিধা পাবেন না এখানে।
9.freehostingnoads.net
এই ওয়েবসাইটটিতে যেসব সুবিধা Free পাবেন তা হল :1000mb ডিক্স স্পেস । 5 জিবি ব্যান্ডউইথ ।একটি ডোমেইন হোস্টিং করতে পারবেন। তিনটি সাবডোমেইন ।একটি এফটিপি একাউন্ট ।একটি ইমেইল একাউন্ট ।একটি মাইএসকিউএল ডাটাবেজ ।SSL সার্টিফিকেট Free ।বিজ্ঞাপন মুক্ত ওয়েবসাইট।
10.googiehost
এখানে পাচ্ছেন 1000mb ডিস্ক স্পেস। আনলিমিটেড ব্যান্ডউইথ ।এছাড়া একটি ডোমেইন এবং হোস্টিং। পারবেন সাবডোমেন। দুটি এফটিপি একাউন্ট ।দুটি ইমেইল ।মাইএসকিউএল ডাটাবেজ দুটি। ফ্রী SSL সার্টিফিকেট এখানেও কোন বিজ্ঞাপন নেই।
ফ্রি হোস্টিং কখন ব্যবহার করবেন
আপনি ফ্রি হোস্টিং সার্ভার কখন ব্যবহার করতে পারেন যদি আপনি ওই হোস্টিং সম্পর্কে আগে ও কেবল মা থাকেন সে ব্যাপারে প্রাথমিক ধারণা অর্জন করতে চান তাহলে আপনি এই ফ্রি ওয়েব সার্ভার ব্যবহার করে আপনি শেখার কাজ ভালোভাবেই করে দিতে পারবেন এছাড়া আপনার যদি কোন ওয়েব ডেভেলপমেন্ট কোচিং থাকে সে ক্ষেত্রে স্টুডেন্টদের শেখাবার জন্য ফ্রী ওয়েব হোস্টিং টি ব্যবহার করতে পারেন
ফ্রি হোস্টিং কখন ব্যবহার করা উচিত নয়
আপনি যদি প্রফেশনালি ব্লগিং করেন সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি হোস্ট করার জন্য কখনোই ফ্রী ওয়েব হোস্টিং ব্যবহার না করাই ভালো দ্বিতীয়তঃ আপনি যদি ওয়েব ডেভেলপার হওয়ার আপনার ক্লায়েন্টদের জন্য কখনোই ফ্রী ওয়েব হস্টিং ব্যবহার করবেন না
ফ্রি হোস্টিং এর সুবিধা
আপনি যদি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তা শিখতে চান এবং প্র্যাকটিস করতে চান শেখার জন্য ফ্রি হোস্টিং গুলো খুবই ভালো
আপনি বিনা পয়সায় এখানে সহজেই আপনার ওয়েবসাইটটি হস্ট করতে পারবেন
ফ্রী ওয়েব হস্টিং গুলো বেশিরভাগ ক্ষেত্রেই আনলিমিটেড ডিস্ক স্পেস ও ব্যান্ডউইথ পাওয়া যায়
ওয়েব হস্ট সার্ভারগুলো সাব ডোমেইন এর সুবিধা দেয় এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আনলিমিটেড ডোমেইন হোস্টিং ব্যবহার করা যায়।
ফ্রী হস্টিং গুলো বেশিরভাগ ক্ষেত্রেই C প্যানেল দিয়ে থাকে
বেশিরভাগ ফ্রী ওয়েব হস্টিং ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায় সহজেই
ফ্রী ওয়েব হস্টিং প্রদানকারী কোম্পানিগুলি বিজনেস ইমেইল তৈরি সুবিধা দিয়ে থাকে
সহজেই গুগল একাউন্টের মাধ্যমে খুব অল্প সময়ে সাইন আপ করে এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং ফ্রি ওয়েব হোস্টিংয়ের সুবিধাগুলো নেওয়া যায়।
ফ্রি ওয়েব হোস্টিংয়ের অসুবিধা গুলি
পেইড হোস্টিং এর তুলনায় ফ্রি ওয়েব হোস্টিংয়ের বেশকিছু অসুবিধা লক্ষণীয়।
যেহেতু ফ্রি সেই কারণে হোস্টিং কোম্পানি গুলোর দায়িত্বও কম দায়িত্ব নেই বললেই চলে তাই আপনার ওয়েবসাইটের কিছু হলে ফ্রী ওয়েব হস্টিং থেকে কোন সাহায্য পাবেন না
ফ্রী ওয়েব হস্টিং কম্পানি ব্যুরো সিকিউরিটি পেটের থেকে দুর্বল হয়ে থাকে তাই হ্যাকাররা যেকোনো সময় আপনার ওয়েবসাইটের তথ্য হ্যাক করে নিতে পারে অনেক ফ্রী ।
আপনার ব্যক্তিগত তথ্য বা ডেটা
যেকোনো সময় লিক হতে পারে তাই ফ্রি ফায়ারে নিজের ব্যক্তিগত তথ্যের ওয়েবসাইট না করাই ভালো।
গুরুত্বপূর্ণ কাজের ফ্রী ওয়েব হস্টিং ব্যবহার করা যায় না
অনেক ফ্রি ওয়েব হোস্টিং কোম্পানি গুলো কাস্টম ডোমেইন এড করতে দেয় না।
Best eCOGRA Sportsbook Review & Welcome Bonus 2021 - CA
উত্তরমুছুনLooking for ventureberg.com/ an eCOGRA Sportsbook Bonus? 1xbet 먹튀 At this eCOGRA Sportsbook review, we're https://deccasino.com/review/merit-casino/ talking about a dental implants variety of ECCOGRA gri-go.com sportsbook promotions.