অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন পদ্ধতি,অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন কিভাবে করবেন?
অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন পদ্ধতি:-
ভারতের বর্তমান নিয়ম অনুযায়ী ভারতের বসবাসকারী যেকোনো নাগরিক যে কোন প্রান্ত থেকেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বর্তমানে পাসপোর্ট পাওয়া আগের থেকে অনেক সহজ ও সরল হয়েছে ।
গতবছর জুনের ষষ্ঠ পাসপোর্ট সেবা দিবস প্রকল্পটিকে চালু করেছে কেন্দ্র সরকার এ প্রকল্পের মাধ্যমে ভারতে যে কোন জায়গা থেকেই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে ভারতের নাগরিকরা নিজেদের পছন্দমতো রিজনাল পাসপোর্ট অফিস বাঁচতে পারবে এবং নিজের পছন্দ পাসপোর্ট সেবা কেন্দ্র ও বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র আবেদন পত্র জমা দেওয়া যাবে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি নিচে দেয়া হল-
1.আবেদনকারীর আধার কার্ড
2.প্যান কার্ড
3.আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণপত্র
4.সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া নিচে আলোচনা করা হলো

https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink গুগল সার্চ করতে হবে ওদের সাইটে গিয়ে অডিনারি পাসপোর্ট অপসন বাঁছতে হবে অডিনারি পাসপোর্ট অফিস পৃষ্ঠা খোলার পরে ওয়েবসাইটের একদম ওপর দিকে নিউ ইউজার রেজিস্ট্রেশন এক্সিস্টিং ইউজার লগইন অ্যাপোয়েন্টমেন্ট এবিলিটি এপ্লিকেশন স্টেটাস বিভিন্ন অপশন দেখতে পাবেন আগে যদি লগইন করা না করা থাকে নতুন ইউজার হয়ে থাকেন তবে নিউ ইউজার রেজিস্ট্রেশন এ ক্লিক করুন ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে এবং উক্ত পেজটির যথাযথভাবে তথ্য দিয়ে পূরণ করতে হবে তথ্য পূরণ হয়ে গেলে সাবমিট করতে হবে কিভাবে রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে পুনরায় সিআইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে লগইন হয়ে গেলে নতুন পাসপোর্ট লিঙ্কের জন্য আবেদন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আগে কখনো পাসপোর্ট এর জন্য আবেদন করা হয়নি ফ্রম অনুযায়ী বিবরণ পূরণ করতে হবে এবং তা জমা দেওয়ার জন্য ক্লিক করে সাবমিট করতে হবে এরপর ক্লিক করতে হবে পেয়ে এন্ড শিডিউল অ্যাপোয়েন্টমেন্ট সেটি ক্লিক করার পরে আরেকটি পেজ নির্দেশিত করা হবে যেকোনো মোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান পেমেন্ট সম্পন্ন হলে প্রিন্ট এপ্লিকেশন রিসিপে ক্লিক করতে হবে এবং পাসপোর্ট অফিসে প্রিন্ট আউট এ পাসপোর্ট অফিসের প্রিন্টআউট নিয়ে যেতে হবে যখন আপনার ভেরিফিকেশন যাচাই হবে তখন যে এপ্লিকেশন করেছেন বা যার জন্য পাসপোর্ট করা হচ্ছে তার প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স কপি সাথে নিয়ে যাবেন।
COMMENTS