Which printer is best and cheap?, What is the best printer for home use 2020?, What is the best printer for the money?, What is the best printer
আপনি কি একটি প্রিন্টার কিনতে চাইছেন তার জন্য google করছেন গুগলের বিভিন্ন ওয়েবসাইট ইউটিউব সব জায়গায় খুঁজে বেড়াচ্ছেন ভালো প্রিন্টার।
ভালো প্রিন্টার কিনতে চান ,তার আগে অবশ্যই আমার এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন আশাকরি প্রিন্টার কেনার আগে এই প্রতিবেদনটি পড়লে আপনার অনেক উপকারে আসবে এবং আপনি একটি সঠিক প্রিন্টার বাঁছতে পারবেন যা আপনার দরকার। আপনার প্রিন্টারটি কিসের জন্য কিনছেন সেটি ঠিক করতে হবে আগে -
1)বাড়ির কাজের জন্য ।
2)আপনার বাচ্চার প্রোজেক্টের জন্য।
3) নাকি আপনার অফিসে ব্যবহারের জন্য।
নাকি।
4) আপনার ব্যবসায় এর জন্য সাধারণত যদি আপনার রেগুলার প্রিন্ট করতে হয় তাহলে আমি বলবো আপনি লেজার প্রিন্টারে কথা ভাবুন আর যদি আপনার মাসে একটা দুটোর প্রিন্ট করতে হয় তাহলে আমি আপনাকে বলবো আপনি প্রিন্টার কিনবেন না সাইবার ক্যাফে তে গিয়ে প্রিন্ট করিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনাকে প্রিন্টার কিনতে হবে তাহলে একটু পয়সা দিয়ে উন্নত মানের প্রিন্টার গুলো আছে সেগুলো কিনুন
বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির প্রিন্টার আছে যেমন এইচপি ক্যানন এপসন এটি কোম্পানি আমার বাছা সেরা কোম্পানি তাদের প্রিন্টার খুব ভালো এবং সাশ্রয়ী।
প্রিন্টারের দাম
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন প্রিন্টার কিনবো দামি না কম দামি ? আপনার কাছে বাজেট অনুযায়ী অবশ্যই কিনব কিনবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন ,আপনি বাজারে দুই হাজার টাকা থেকে শুরু করে কুড়ি 30 হাজার টাকা প্রিন্টার পাবেন যেগুলোর প্রিন্ট কোয়ালিটি খুবই ভাল তবে কারটেজ র্প্রিন্টার গুলো হয় কম দামের দুই থেকে চার হাজারের মধ্যে সেগুলি কালির খরচ বেশি হয় ।প্রাথমিক খরচ প্রিন্টার গুলোর কম হলেও পরবর্তী কালে কালে কিনতে কিনতেই আপনার প্রচুর খরচ হয়ে যাবে,
ইন্ক ট্যাঙ্ক প্রিন্টার:- 12 থেকে 13 হাজার টাকা দিয়ে যদি ইন্ক ট্যাঙ্ক প্রিন্টার কিনুন তবে আপনার কালীর খরচ অনেক বাঁচবে, এই প্রিন্টার গুলো খুবই ভালো প্রিন্টার এগুলো দিয়ে স্ক্যান করা যায়,জেরক্স করা যায় ,
আপনি নিজেই এ প্রিন্টার গুলোর কালি রিফিল করতে পারবেন ,অর্থাৎ এগুলো অল ইন অল প্রিন্টার যদিও আজকাল 2000 টাকা দামের প্রিন্টার দিও জেরক্স করা যাচ্ছে স্ক্যান করা যাচ্ছে তবে কিছুদিনের মধ্যেই এগুলো খারাপ হয়ে যায় এবং আগেই বললাম ডেক্স জেড প্রিন্টার এ কালির খরচ প্রচুর আপনার যদি কলার ছবি দরকার হয় বা কালার প্রিন্ট দরকার হয় তবে আপনি নিচের কয়েকটি প্রিন্টার কিনতে পারেন যেগুলো কালির খরচ অত্যন্ত কম এবং দান মোটামুটি 15000 টাকার মধ্যে
যেমন এপসন প্রিন্টার ।
ইনস্ট্যান্ট কেন্দ্রগুলো বর্তমানে বিভিন্ন দামের পাওয়া যায় 12 থেকে শুরু করে 30 35 হাজার টাকা পাওয়া যায় এর মধ্যে কোন কোন মডেল থেকে সরাসরি মোবাইল দিয়ে প্রিন্ট করা যায় ইন্টার প্রিন্টার গুলোর একটি বিশেষ সুবিধা হল কালির খরচ অত্যন্ত কম সেই হিসেবে একটি a4 পেজ প্রিন্ট করতে 5 থেকে 10 পয়সা এবং একটি রঙিন পৃষ্ঠা প্রিন্ট করতে কত খরচ পরে সেই হিসেবে দেখতে গেলে এই প্রিন্টার লাভজনক যদি আপনাকে দৈনিক অনেক প্রিন্ট করতে হয় তাহলে আপনার ছোট অফিসের জন্য বা ছোট ব্যবসার জন্য এই প্রিন্টারটি খুবই ভালো হবে
HP , EPSON , CANON, BROTHERS প্রিন্টার প্রভৃতি
Key Features
- Printer Type: InkTank Wi-Fi Print, Scan and Copy
- Duty Cycle: Up to 1000 Pages Per Month
- Cost Per Page*: ₹ 0.07 (Black and White), ₹ 0.18 (Colour)
- Compatible Cartridge: T003 (Black), T003 (Cyan), T003 (Magenta), T003 (Yellow)
- Ideal for: Home and Small Office, Recommended for 150 to 200 Pages Monthly
- Duplex Print: Manual Duplex
লেজার জেড প্রিন্টার
আপনার যদি ব্ল্যাক এন্ড হোয়াইট পিন্ট বেশি দরকার পড়ে এবং খরচ কম চান তবে আপনি এইচপি প্রিন্টার লেজার জেড নিতে পারেন এইচপি লেজার জেট প্রিন্টার
মোটামুটি 10000 টাকায় এটি সহজে পাওয়া যায় এই প্রিন্টারে ডাস্ট কালি ব্যবহার হয় বলে কালি শুকাবার ভয় থাকেনা ,তবে আপনাকে কালি ভরা অর্থাৎ কালি রিফিল করার শিক্ষা নিলে ভালো হবে না হলে আপনাকে মাঝে মাঝে এক্সপার্ট কে ডাকতে হতে পারে কলিরিফিল করতে।
- Printer Type - LaserJet ; Functionality - Single Function (Print Only); Printer Output - Black & White only
- Connectivity - USB
- Compatible Laser Toner - HP 88A Black Original LaserJet Toner Cartridge; Page Yield - 1500 pages ; Comes with HP Black LaserJet Toner cartridge
- Warranty - 1 year from the date of purchase
- Pages per minute - 18 pages ; Cost per page - Rs 2 (Black & White) - As per ISO standards
- Page size supported - A4; A5; A6; B5; postcards; envelopes (C5, DL, B5) ; Duplex Print - Manual ; Print resolution - Up to 600 x 600 x 2 DPI (1200 DPI effective output)
- Duty Cycle - Up to 5,000 pages per month; Ideal usage - Home and Small office, Regular / Heavy usage
ডেক্স জেট প্রিন্টার
ডেক্স জেট প্রিন্টার এগুলো খুব কম দামে all-in-one পৃন্তের এগুলো দিয়ে জেরক্স প্রিন্ট স্ক্যান মোটামুটি কাজ চালানোর মত সবকিছুই করা যায় তবে এগুলো খরোচ খুবই বেশি এগুলো কয়েকটি বেস্ট মডেল নিচে দেওয়া হল
HP DeskJet 2131 Colour Multi-function InkJet Printer
Key Features
- Printer Type: InkJet Non Wi-Fi Print, Scan and Copy
- Duty Cycle: Up to 1000 Pages Per Month
- Cost Per Page*: ₹4.25 (Black and White), ₹7.79 (Colour)
- Compatible Cartridge: HP 803 Tri-Color and Black Original Ink Cartridges
- Ideal for: Home and Small Office, Recommended for less than 50 Pages Monthly
- Duplex Print: Manual Duplex
Canon Pixma MG2570S Colour Multi-function Inkjet Printer
Key Features
- Printer Type: InkJet Non Wi-Fi Print, Scan and Copy
- Duty Cycle: Up to 1000 Pages Per Month
- Cost Per Page*: ₹5.30 (Black and White), ₹7.80 (Colour)
- Compatible Cartridge: PG745S Black and CL746S Tri-color
- Ideal for: Home and Small Office, Recommended for less than 50 Pages Monthly
- Duplex Print: Manual Duplex
COMMENTS