আঁধার কার্ডের সাথে মোবাইল নম্বর কিভাবে লিংক করবেন ,আধার কার্ডে মোবাইল নাম্বার বদলাবেন কিভাবে বদলাবেন কিভাবে
বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার যে আধার কার্ড টি রয়েছে সেটির সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে খুব সহজেই আধার কার্ডের সুবিধা গুলো আপনি উপভোগ করতে পারবেন আজকে আমরা জানবো
সবচেয়ে সহজ উপায়ে কিভাবে আধার কার্ডের ফোন নাম্বার পাল্টে ফেলা যায় -------
আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি কেন আপনার আধার কার্ডের রেজিস্টার ফোন নাম্বার পাল্টাবেন ?
আপনি তখনই আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ড থেকে চেঞ্জ করবেন যখন আপনার কোন কারনে ফোন নম্বরটি হারিয়ে যেতে পারে যেমন ফোন চুরি অথবা সিম ব্লক বা কোন কারনে সিমটি নষ্ট হয়ে গেলে তখন আধার নম্বর এর রেজিস্টার করাপশন নাম্বারটি পাল্টানোর কথা আসে
আধার কার্ডে আপনার মোবাইল নম্বরটি অনলাইনে কিভাবে পরিবর্তন করবেন
আধার কার্ডে আপনার মোবাইল নম্বরটি অনলাইনে পরিবর্তন করার ক্ষেত্রে জেনে রাখা দরকার যে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধ করতে ইউ আই ডি এ আই অনলাইনে সরাসরি মোবাইল নম্বর পরিবর্তন করার কোন পদ্ধতি রাখেনি তবে আপনি এর জন্য অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করতে পারেন এবং আপনার কিছু সময় বাঁচতে পারে এ কাজের জন্য আপনার বিদ্যমান মোবাইল নম্বরটি আধার কার্ডে নথিবদ্ধ হওয়া উচিত
আধার কার্ডে আপনার মোবাইল নম্বরটি দুটি উপায় আপডেট করতে পারেন
1. ওটিপি মাধ্যমে মোবাইল নাম্বার পরিবর্তন বা আপডেট
2. ওটিপি ছাড়াই মোবাইল নম্বর আপডেট
ওটিপি দ্বারা আধার কার্ডের মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন
প্রথমে আপনি অফিশিয়াল আধার পোর্টাল https://ask.uidai.gov.in/ খুলুন
আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগইন করুন এবং সব তথ্য দেওয়ার পর সেন্ট ওটিপি অপশনটি চাপুন
এবার পরের পৃষ্ঠায় আপনি আধার সার্ভিসে নিউ অ্যান্ড্রয়েড এবং আপডেট আধার এই অপশনটি পাবেন এখানে আপডেট আঁধারে ক্লিক করবেন
তারপর পরবর্তী পৃষ্ঠায় আপনি একটি বিকল্প বাছবেন যেমন নাম আধার নম্বর আবাসিক প্রকার আপনি কি আপডেট করতে চাইছেন এগুলো এগুলো যথাযথভাবে পূরণ করুন এবং হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট বিভাগে মোবাইল নাম্বার সিলেক্ট করুন
পরের পৃষ্ঠায় আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা জিজ্ঞেস করা হবে সমস্ত ক্ষেত্রে পূরণ করুন এবং সেন্ডড ওটিপিি অপশনে ক্লিক করুন মোবাইলে একটি ওটিপি আসলে ওটিপিিএন্টার করুন এবং ক্লিক করুন প্রসেসে1
ফাইনাল সাবমিট করার আগে আপনার সমস্ত ডকুমেন্টস গুলোর সাথে আপনার দেওয়া তথ্যগুলো আর একবার ভালো করে চেক করে নিন এবং সাবমিট করুন.
-
এর পরে আপনি একটি অ্যাপার্টমেন্ট আইডি সহ একটি সাকসেস স্ক্রীন পাবেন এবার বুক অ্যাপয়েন্ত্মেন্ট বিকল্পটি ক্লিক করুন এবং আধার এনরোলমেন্ট সেন্টার এর একটি শ্লট বুক করুন।
আধার কার্ডে ওটিপি ছাড়া কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন:-
আধার কার্ডে ওটিপি ছাড়া মোবাইল নাম্বার আপডেট করতে হলে আপনাকে আধার ইনরোলমেন্ট আপডেট সেন্টারে যেতে হবে ।
আধার আপডেট সেন্টারিং গিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং সেখান পুরনো মোবাইল নম্বর দেওয়ার কোন দরকার নেই এবার ওখানকার এক্সিকিউটিভ আপনার অনুরোধ রেজিস্টার করে নেবে আপনাকে একটা ট্রিট দেওয়া হবে যার ওপর ইউ আর এল আপডেট রিকোয়েস্ট নাম্বার লেখা থাকবে এই সার্ভিসটি ব্যবহার করার জন্য আপনার 25 টাকা দিতে হবে যদি আপনার মোবাইল নাম্বারে কোন কারণে হারিয়ে যায় বা অন্য কোন কারণে আপনার আধার কার্ডের পরিবর্তন করতে চান তবে আপনি উপরের উল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণ করে আপনার আঁধারের মোবাইল নম্বরটি সংশোধন বা আপডেট করতে পারবেন।
আঁধার কার্ডের সাথে মোবাইল নম্বর কিভাবে লিংক করবেন ঃ--
এতক্ষণ আমরা আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট বা পরিবর্তন কিভাবে করব জানলাম এবার আমরা জানব আধার কার্ডে যদি কোন মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকে তাহলে কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করব
অনেকেরই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারে হয়তো লিংক নেই এর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আধার কার্ডে কোন তথ্য পরিবর্তন করতে গেলে যেমন মোবাইলে ওটিপি জেনারেট হয় ওটিপি দিয়ে আমরা তথ্য পরিবর্তন করতে পারি আধার কার্ড মোবাইল নম্বর লিঙ্ক না থাকে ওটিপি জেনারেট হবে না ফলে সমস্যা হবে।
এছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন এর ক্ষেত্রে সমস্যা হতেই পারে তাই আধার কার্ডের আমাদের মোবাইল নাম্বার রেজিস্টার হওয়া খুবই জরুরী প্রথমে আমাদের http://uidai.gov.in
COMMENTS